নিজস্ব সংবাদ দাতাঃ শনিবার সকালে আফগানিস্থানের উওরপূর্বাঞ্চলের বাদাথশা
প্ৰদেশে দূর্গম পার্বত্য অঞ্চলে ধ্বসে চাপা পড়ল একটি গোটা গ্ৰাম ।প্ৰায়
তিনশো জন পরিবারের এই গ্ৰামে প্ৰায় ২১০০ জন নিহত হয়েছে বলে জানায়
আফগানিস্থান প্ৰশাসন ।বেশ কয়েক দিন থেকে ভারি বৃষ্টি হচ্ছিল ।ফলে মাটির
ধারন ক্ষমতা হারিয়ে ধ্বস নেমে আসে বলে জানান আফগানিস্থান সরকার ।সরকার
পক্ষ থেকে এখনও প্ৰচন্ড ভাবে উদ্ধার কাজে নেমেছে ।তবে তাদেরকে জীবন্ত
অবস্থায় পাওয়া অসম্ভব বলে জানিয়েছেন তারা ।এদিকে এখন পাহারের উপরে একটি
অংশ বিপদজনক ভাবে আটকে আছে ।ফলে কখন তা ধ্বসে যাবে তা নিয়েও চিন্তিত তারা
।
Date: 2014-05-03
প্ৰদেশে দূর্গম পার্বত্য অঞ্চলে ধ্বসে চাপা পড়ল একটি গোটা গ্ৰাম ।প্ৰায়
তিনশো জন পরিবারের এই গ্ৰামে প্ৰায় ২১০০ জন নিহত হয়েছে বলে জানায়
আফগানিস্থান প্ৰশাসন ।বেশ কয়েক দিন থেকে ভারি বৃষ্টি হচ্ছিল ।ফলে মাটির
ধারন ক্ষমতা হারিয়ে ধ্বস নেমে আসে বলে জানান আফগানিস্থান সরকার ।সরকার
পক্ষ থেকে এখনও প্ৰচন্ড ভাবে উদ্ধার কাজে নেমেছে ।তবে তাদেরকে জীবন্ত
অবস্থায় পাওয়া অসম্ভব বলে জানিয়েছেন তারা ।এদিকে এখন পাহারের উপরে একটি
অংশ বিপদজনক ভাবে আটকে আছে ।ফলে কখন তা ধ্বসে যাবে তা নিয়েও চিন্তিত তারা
।
![]() |
আফগানিস্থানে ভূমি ধ্বসে চাপা পড়ল একটি গ্ৰাম |
EmoticonEmoticon