15 June 2015

অসমের জঙ্গি হামলায় আশ্ৰায়ে সরণার্থী শিবির

নিজস্ব সংবাদ দাতাঃ হাজার হাজার মানুষ এখন একটু নিরাপদ আশ্ৰয়ের খোঁজে
।সরণার্থীদের আশ্ৰয় স্থান গুলিতে তাই উপচে পড়ছে ভিড় ।আশ্ৰয় ও পরিবারের
সুরক্ষায় অনেকেই তাই আশ্ৰয় নিয়েছে সরণার্থী ক্যাম্প গুলি।প্ৰতি পরিবার
পিছু ৮০০ গ্ৰাম চাল তাই এখন একটু ভরসা ।সব্জি পাতে নেই বললেই চলে ।চলছে
শুধু কান্না পরিবার পরিজন ও মৃতদের পরিজনের ।


গত বৃহপ্ৰতিবার রাতে প্ৰথম জঙ্গি হামলা ঘটে ।দুই স্থানে হামলায় ১২ জনের
মৃত্যু হয় ।প্ৰথম আক্ৰমন ঘটে বক্সার আনন্দ বাজারে ।প্ৰত্যক্ষ দর্শীদের মত
অনুযায়ী সাইকেলে আসা ৮ জনের একটি দল গ্ৰামে ঢুকে এলোপাতড়ি গুলি চালু করে
।ঘটনাটি ঘটার পর তল্লাসি চালায় পুলিস কিন্তু কাউকে ধরতে পাড়েনি পুলিশ ।
এখানেই থেমে থাকেনি এরপর রাত ১১টার সময় কোকরাঝাড় জেলার বালাপাড়ায় আর একটি
দল আক্ৰমন চালায় ।ফলে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়েছিল ।আহতদের একজন পড়ে
হাসপাতালে প্ৰান হারিয়েছিল ।ঘটনা ঘটার পর সমগ্ৰ নিম্ন আসামে লাল সতর্ক
জারি করে প্ৰশাসন ।শুক্ৰবার এক সাংবাদিক বৈঠকে কঠোর হাতে এই পরিস্থিতি
মোকাবিলা করার কথা বলেন ।তিনি আরো জানান কেন্দ্ৰের সঙ্গে কথা বলে
অতিরিক্ত ১৫ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়ন করার কথা বলা হয়েছে ।


শনিবারে সরকারি মৃত সংখ্যা বেড়ে দাড়ায় ৩২ এ ।সূত্ৰে অবশ্য মৃত সংখ্যা ৪০
এর কাছা কাছি ছিল ।শনিবার সকালে বাক্সা জেলার একটি গ্ৰাম থেকে আরো ৯ টি
লাশ উদ্ধার করে সেনাবাহিনী ।এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল বলে জানা
যায় ।অসম পুলিশের অতিরিক্ত ডিজি এ পি রাউত জানায় -"বৃহপ্ৰতি বার রাতে
এনডিএফবির সংবিজিত গোষ্ঠীর একদল জঙ্গি এই হামলা চালিয়েছিল ।এখন অবধি
সন্দেহ জনক ২২ জনকে গ্ৰাপ্তার করেছে পুলিশ ।  "অপর দিকে এই মন্তব্যের পর
এনডিএফবি জানায় এই হত্যা কান্ডে তাদের কোন হাত নেই ।তৃতীয় কোন শক্তি
থাকার কথা বলে তারা ।

লোকসভা ভোটের পর এই হামলাকে অনেক নিন্দার চোখে দেখছে ।প্ৰধান মন্ত্ৰী
মনমোহন সিং তীব্ৰ নিন্দা করেছে এই ঘটনাকে ।বিজেপি দলের মুখ্যপাত্ৰ
শাহনওয়াজ হুসেন বলেন ,সরকার সংখ্যা লঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ।


ফলে এক অনিশ্চিতার মধ্য দিয়ে কাঠছে অসমে ।জঙ্গি আন্দোলনের এই বিবিধ্বংসে
গ্ৰাম ছাড়া হয়েছে অনেকে ।তাই আশ্ৰয় সারণার্থী শিবির । চারিদিকে কান্না আর
রক্তে ভাসা গ্ৰাম ।সঙ্গে চলছে বৃষ্টি ।


জঙ্গি হামলায় আশ্ৰায়ে সরণার্থী শিবির
জঙ্গি হামলায় আশ্ৰায়ে সরণার্থী শিবির


EmoticonEmoticon