23 June 2015

বর্ষা ভেজা কোচবিহার সহ গোটা উত্তর বঙ্গ

নিজস্ব সংবাদতাঃ দক্ষিন বঙ্গের পর উত্তর বঙ্গেও চালু হল বর্ষা ।আবহাওয়া দপ্তর মত গত সপ্তাহে দক্ষিন বঙ্গে বর্ষা শুরু হলে উত্তর বঙ্গে বর্ষা আসতে সময় লাগল প্ৰায় এক সপ্তাহ ।ফলে চেহারা বদলে গেল উওর বঙ্গের ।গতকাল রাত্ৰি থেকে উত্তর বঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছিল ।রাত ভর বৃষ্টি কাটিয়ে মঙ্গল বার সকাল থেকে চলছে বৃষ্টি ।বৃষ্টি মুখর তাই কোচ রাজ শহর । অন্য দিকে দেশে বর্ষা জুনের প্ৰথম সপ্তাহ থেকে শুরু হয়েছিল ।টানা বর্ষায় সমুদ্ৰ সন্নিধ্য শহর গুলিতে দেখা যাচ্ছে বিরুপ প্ৰতিক্ৰিয়া ।গত সপ্তাহ থেকে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা বর্ষা গ্ৰাসে ।সমুদ্ৰের জল প্ৰবেশ করেছে শহরে ।ফলে কোথাও বর্ষার জল এক হাঁটু থেকে বুক পযর্ন্ত ।রাজধানি শহর দিল্লিতেও চলছে বর্ষা ।


EmoticonEmoticon