30 June 2015

ভূমিকম্পে কাঁপল উত্তর বঙ্গ সহ ভুটান

নিজস্ব সংবাদ দাতাঃ ফের কম্পন অনুভুত হল উওর বঙ্গ সহ ভুটানে ।সোম বার সকাল ০৬ টা ৩৬ মিনিটে ঘটে যায় এই ভূমি কম্পন ।গোটা উত্তর বঙ্গ সহ বাংলাদেশ ,ভুটান, কোলকাতা ,সিকিম প্ৰভৃতি এলাকায় এই কম্পন অনুভুত হয় ।রিখটার স্কেলে এই কম্পনের মাত্ৰা ছিল ৫.৬ ।ভূমি কম্পনের কেন্দ্ৰ স্থল অসমের কোকড়ারঝার এলাকায় ।ব্যপকতর ভাবে এই ভুমি কম্পন অনুভুত হয়েছিল উত্তর বঙ্গের সব জেলা গুলিতে ।এখন অবনি কোন হতাহত সংবাদ পাওয়া যায়নি । উত্তর বঙ্গের বঙ্গের বেশ কয়েকটি জেলা ভূমিকম্পনের লাল সর্তক বিভাগে রয়েছে যা বিজ্ঞানিরা আগেই জানিয়েছে ।ফলে এই ভূমি কম্পন চিন্তার বিষয় হয়ে দাড়াল উত্তর বঙ্গের জন্য ।তবে কি অপেক্ষা করছে আরো বড় কোন আশঙ্খা ? বিজ্ঞানিদের ভাষায় একথা ফেলে দেওয়ার মত নয় ।অনেক ক্ষেত্ৰে দেখা যায় ভূমি কম্পন এলাকা গুলিতে একের পর এক ভূমি কম্পন হতে থাকে ।যেমন টা হয়েছিল ভুটানে ।প্ৰায় ১০ হাজার মানুষ প্ৰাণ হারিয়েছিল সেখানে ।

ভূমিকম্পে কাঁপল উত্তর বঙ্গ সহ ভুটান


EmoticonEmoticon