12 June 2015

অঙ্গনারীর হেলপারের বিরুদ্ধে অভিযোগ

দিনহাটাঃ অঙ্গনারীতে খারাপ খাবার দেওয়ায় অভিযোগ উঠল
হেলপারের বিরুদ্ধে ।দিনহাটার ১ নং ভিলেজ ২ গ্ৰামের পাইন পাড়া এলাকায়
ঘটনাটি ঘটে ।এলাকার ২৫২ নং অঙ্গনারীর দায়িত্ব প্ৰাপ্ত ঐ মহিলা হেলপারের
বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকে এলাকার জনতা ।অভিযোগ ওঠে শিশুদের
জন্য যে খাবার দেওয়া হয় সরকার থেকে তা খুবই নিম্ন মানের দেওয়া হয় ।তাছাড়া
সপ্তাহের যে কদিন ডিম দেওয়ার কথা তাও দেওয়া হয়না এখানে ।এছাড়া প্ৰতিটি
শিশুর জন্য বরাদ্দ খাবারের পরিমান যে টুকু তা না দেওয়ায় এই অভিযোগ বলেন
গ্ৰামবাসীরা ।শুক্ৰবার সকাল ৭ টা নাগাত এই অভিযোগের ভিত্তিতে অঙ্গনারী
সেন্টারে গিয়ে বিক্ষভ দেখাতে শুরু করে গ্ৰামবাসিরা ।গ্ৰামবাসিরা গিয়ে
রান্না বন্ধ করে দেয় সেন্টারের  । পরে খবর পেয়ে ছুটে আসেন গ্ৰামের
পঞ্চায়েত প্ৰধানেরা । ভিলেজ ২ পঞ্চায়েত কৃষ্ণ বর্মন এই বিষয়ে মন্তব্য
করতে গিয়ে বলে - অঙ্গনারীর বিরুদ্বে অভিযোগ উঠেছে তা খাতিয়ে দেখা হবে ।
অপর দিকে হেল্পার রেখাদেবী পাল বলেন -"পুজোয় প্ৰায় ৫ হাজার টাকা চাঁদা
চেয়েছিল ক্লাব সদস্যেরা ।তা না দেওয়ায় ওরা আমার বিরুদ্ধে চক্ৰান্ত শুরু
করে ।এছাড়া আমার কাছ থেকে চাবি চেয়েছিল অঙ্গনারী সেন্টারের ।আমি তাদের তা
না দেওয়ায় গ্ৰামবাসিদের নিয়ে একটা মিথ্যে অভিযোগ তুলেছে আমার বিরুদ্ধে ।
"

অঙ্গনারীর হেলপারের বিরুদ্ধে অভিযোগ
অঙ্গনারীর হেলপারের বিরুদ্ধে অভিযোগ
 Date: 2014-05-03


EmoticonEmoticon