15 June 2015

হারিয়ে যাচ্ছে কোচবিহারের নিজস্ব সংস্কৃতি

কোচবিহার :- আধুনিক এই বিঞ্জান চেতনার যুগে কোচবিহার হারতে
বসেছে তার নিজস্ব সম্পদ তথা সংস্কৃতি ।হারিয়ে যাচ্ছে কোচ ভাষা সংস্কৃতি
।কোচবিহারের যে নিজস্ব একটা ভাষা ,সাহিত্য বা সংস্কৃতি রয়েছে তা এখন
খুঁজে পাওয়া যায়না ।ফলে বিশ্বায়নের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে মৌষাল
বন্ধুর গান ।এক সময় কোচবিহারের মহারাজার আমলে কোচবিহার যে কতটা
সংস্কৃতিময় ছিল তা আজও পাওয়া যায় ইতিহাস খুঁজলেই ।যা এই প্ৰজন্মের কাছে
অনেকটাই  অজ্ঞাত ,পরিচয়হীন ।ভাওয়াইয়া গান যে কোচবিহারের প্ৰানের সুর তা
অতি কাল থেকে চলে এসেছে ।যা এখন এতটাই দুঃপ্ৰাপ্প যে সচরাচর তা দেখতেই
পাওয়া  যায় না ।অধুনিক সংস্কৃতিতে এখন স্থান করে নিয়েছে আধুনিক বাংলা ও
হিন্দি গান ।মহিষের গাড়িতে মৌষাল বন্ধুর সেই ভাওয়াইয়া গান এখন শুধু টেপ
ক্যাসেটেই বন্দি ।শোনা যায়না আর সেই গান -"মৌষাল বন্ধুরে আর কত কাল থাকিম
মুই তোক ছাড়া ,মোর যৌবন যে ফুরিয়া গেইল রে ।"

একসময় যখন যান্ত্ৰিক সচল আসেনি তখন মহিষ আর গরুর গাড়িতে বাহন করা হত মাল
একস্থান থেকে অন্য স্থানে ।শীত আসলেই তখন শোনা যেত  রাজবংশি ভাষার নিজস্ব
যাত্ৰা আসর ।গ্ৰাম গুলি থাক একটা সরল বন্ধনে ।বিঞ্জানের এই সময়ে এসে
হারিয়ে গেছে রাজবংশিদের কিছু নিজস্ব দেবতা ।এখন শুধু আছে রাজবংশিরা ,নেই
তাদের সংস্কৃতি ,নেই তাদের ভাষা ।
কোচবিহার রাজবাড়ি 


EmoticonEmoticon