15 June 2015

প্ৰচন্ড শিলা বৃষ্টিতে ব্যপক ক্ষতি দিনহাটায়

দিনহাটাঃ মঙ্গলবার শিলা বৃষ্টিতে ব্যপক ক্ষতির শিকার হল
দিনাহাটা ।মঙ্গলবার সন্ধায় নামে এই কালবৈশাখী ।প্ৰথমে হাওয়া ও পরে শিলার
বর্ষণ ।ফলে ক্ষতি গ্ৰস্থ হয় দিনহাটা মহকুমারের বাসন্তির হাটা ,বুড়ির হাট
,খট্টিমারি সহ বেশ  কয়েকটি এলাকায় ।শিলা বরফের ওজন গড়ে ছিল ২০০ গ্ৰামের
মত ।ক্ষতির পরিমান এত বেশী যে চিন্তিত সবাই ।ঘড় বাড়ী উড়ে গেছে অনেকের
।বিদ্যুত্‍ ছিন্ন হয়েছে বুড়ির হাটের ২টি  এলাকায় ।বাঁশ বাগানও হাওয়ায় পড়ে
গেছে অনেক জায়গায় । সব চেয়ে বেশী ক্ষতির স্বীকার হয়েছে কৃষকেরা ।পাঁকা
বোর ধান পড়ে গেছে এই শিলা বৃষ্টিতে ।ফলে চিন্তিত বোর চাষিরা ।এখন কি হবে
?বছরের খাবার জুটবে কি ভাবে ?


 পাট ও ভুট্টা চাষও রক্ষা পায়নি ।শিলার আঘাতে ভেঙে গুড়িয়ে গেছে সব ক্ষেত
।অনেকের চালের টিন ছিদ্ৰ হয়েছে শিলার   আঘাতে ।বুড়ির হাট বাসিন্দা বিপুল
বর্মন বলেন ,সন্ধা সাড়ে ৬ টা নাগাদ প্ৰথমে হাওয়া শুরু হয় ।কালো মেঘে ধিরে
ধিরে অন্ধকার হওয়ার পর আসে শিলা বৃষ্টি ।এদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে
ক্ষতিগ্ৰস্থদের আশ্বাস দেয় ।তারা যাতে এই ক্ষতির ক্ষতিপুরন পায় সেই বিষয়ে
বিডিওর কাছে আবেদনের কথা বলে ।
প্ৰচন্ড শিলা বৃষ্টিতে ব্যপক ক্ষতি দিনহাটায়
প্ৰচন্ড শিলা বৃষ্টিতে ব্যপক ক্ষতি দিনহাটায়
Date: 2014-05-14


EmoticonEmoticon