দিনহাটাঃ এদিকে আবোহাওয়ার খারাপ লক্ষ্য ,অপর দিকে কৃষি
কাজের প্ৰয়োজনীয় দ্ৰবাদীর চড়া দাম । এমনটা পরিস্থিতির মধ্য দিয়ে কৃষকদের
করতে হয় কৃষি কাজ ।আর যদি তাতে দেখা দেয় বাজার মন্দা বা আবোহাওয়ার বিপরীত
তবে কৃষি হয়ে দাড়ায় কৃষকদের শত্ৰু ।
ঠিক এমনটা দেখা যাচ্ছে কোচবিহারের কৃষক মহলে ।ঝিঙা ,করলার বাজার এত নিম্ন
মানে যে তাতে খরচের পয়সা উঠছে না কৃষকদের ।করলার চাহিদা থাকলেও এবছর
বৃষ্টির অভাবে ফলনে ব্যঘাত ঘটেছে ।আবোহাওয়ার খরতার ফলে এবছর কৃষকদের
দূর্দশা চরমে পৌছে গেছে । প্ৰয়োজনীয় রসের অভাবে গাছ মরে গেছে অনেক
কৃষকের । অপর দিকে বাজারে চাহিদা হারাচ্ছে ঝিঙ্গা ।দীর্ঘ সময় বাজারে
দাড়িয়ে থেকেও বিক্ৰি হচ্ছেনা ।অবশেষে বেশ কম দামে বিক্ৰি করতে হচ্ছে
ঝিঙ্গা ।কিন্তু কৃষিতে ব্যবহৃত সারের দাম ও প্ৰয়োজনীয় দ্ৰবাদীর দাম দিন
দিন যে ভাবে বাড়ছে তাতে চিন্তিত কৃষকেরা ।কঠর পরিশ্ৰম করে তার ফল এই রকম
যে ভবিষত্ নিয়ে চিন্তিত কৃষকেরা ।
Date: 2014-05-03
কাজের প্ৰয়োজনীয় দ্ৰবাদীর চড়া দাম । এমনটা পরিস্থিতির মধ্য দিয়ে কৃষকদের
করতে হয় কৃষি কাজ ।আর যদি তাতে দেখা দেয় বাজার মন্দা বা আবোহাওয়ার বিপরীত
তবে কৃষি হয়ে দাড়ায় কৃষকদের শত্ৰু ।
ঠিক এমনটা দেখা যাচ্ছে কোচবিহারের কৃষক মহলে ।ঝিঙা ,করলার বাজার এত নিম্ন
মানে যে তাতে খরচের পয়সা উঠছে না কৃষকদের ।করলার চাহিদা থাকলেও এবছর
বৃষ্টির অভাবে ফলনে ব্যঘাত ঘটেছে ।আবোহাওয়ার খরতার ফলে এবছর কৃষকদের
দূর্দশা চরমে পৌছে গেছে । প্ৰয়োজনীয় রসের অভাবে গাছ মরে গেছে অনেক
কৃষকের । অপর দিকে বাজারে চাহিদা হারাচ্ছে ঝিঙ্গা ।দীর্ঘ সময় বাজারে
দাড়িয়ে থেকেও বিক্ৰি হচ্ছেনা ।অবশেষে বেশ কম দামে বিক্ৰি করতে হচ্ছে
ঝিঙ্গা ।কিন্তু কৃষিতে ব্যবহৃত সারের দাম ও প্ৰয়োজনীয় দ্ৰবাদীর দাম দিন
দিন যে ভাবে বাড়ছে তাতে চিন্তিত কৃষকেরা ।কঠর পরিশ্ৰম করে তার ফল এই রকম
যে ভবিষত্ নিয়ে চিন্তিত কৃষকেরা ।
![]() |
লাভের আশায় কোচবিহারের কৃষকেরা |
EmoticonEmoticon