12 June 2015

প্ৰচন্ড গরমে কোচবিহার জেলার প্ৰাথমিক বিদ্যালয়ের সময় বদল

কোচবিহারঃ    জেলায় তাপমাত্ৰা বাড়তে থাকায়  ১৮৩০ টি প্ৰাথমিক বিদ্যালয়ের
পঠন পাঠনের সময় বদল হল কোচবিহার জেলায় ।গত শনিবার থেকে এই  সময় পরিবর্তীত
হয় । সকাল ৭টা থেকে ১১টা পযর্ন্ত ক্লাস নেওয়ার কথা ঘোষনা করে কোচবিহার
জেলার প্ৰাথমিক বিদ্যালয় পর্ষদের প্ৰধান কল্যানী পোদ্দার ।তিনি এই বিষয়
নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন - যে ভাবে কোচবিহার আবহাওয়া পরিবর্তীত হচ্ছে
তাতে সংকিত আমরা ।জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্ৰ ছাত্ৰীরা সুস্থ হয়ে পড়ছে
এই গরমে ।তাই তাদের কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি

summer in coochbehar
জেলার খবর
 Date: 2014-04-28


EmoticonEmoticon