11 July 2015

প্ৰধান মন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী ও পাক প্ৰধান মন্ত্ৰীর দ্বিপাক্ষিক বৈঠক ,উঠল মুম্বাই হানা প্ৰসঙ্গ

নিউজ ডেস্কঃ আজ রাশিয়ায় প্ৰধান মন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী পাক প্ৰধান মন্ত্ৰী নওয়াজ শরিফের সঙ্গে এক দ্বি পাক্ষিক আলোচনায় বসলেন ।ব্ৰিজ সম্মেলনে উপস্থিত থাকার জন্য দুই দেশের প্ৰধান মন্ত্ৰী রাশিয়া গিয়েছিল ।সেখানে আজ সাংহাই সহযোগিতা সংগঠনের আলোচনায় যোগ দেওয়ার আগে দুই দেশের প্ৰধান মন্ত্ৰী এই আলোচনায় বসে ।তাদের মধ্যে প্ৰায় দেড় ঘন্টা ব্যাপি আলোচনা চলে ।আলোচনায় উঠে আসে ভারতের মুম্বাই হামলার কথাও ।প্ৰায় ১ বছর অতিক্ৰম করে আবার আলোচনায় যুক্ত হলেন দুই দেশের প্ৰধান মন্ত্ৰী ।এছাড়াও সীমান্ত আক্ৰমন ,সীমান্তে অনুপ্ৰবেশ ,সন্ত্ৰাসবাদ ও ভবিষত্‍ নানা কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন বিদেশ সচিব তেজ সংকর । আগামি বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে সার্কের সম্মেলন ।সেখানে যাওয়ার আগাম বার্তাও জানিয়েছেন প্ৰধান মন্ত্ৰী ।


EmoticonEmoticon