02 July 2015

ডিজিটাল ইন্ডিয়ার সূচনা করলেন নরেন্দ্ৰ মোদী

নিজস্ব সংবাদতাঃ   আজ থেকে শুরু হল ডিজিটাল ইন্ডিয়ার পথ চলা ।দেশ কে ডিজিটাল করার উদ্যেশ স্বয়ং মোদী সূচনা করলেন ডিজিটাল ইন্ডিয়া ।দেশের নাগরিকদের প্ৰতি এই নতুন উদ্যগে অনেক সাধুবাত জানিয়েছেন ।এর ফলে এই ডিজিটাল ইন্ডিয়ার দ্বারা এখন সব অফিসের কাজ থেকে শুরু করে শিক্ষা ডিজিটালে আনার আশ্বাস দিয়েছেন মোদী জি । ডিজিটাল মাধ্যমে কোন অফিসের ফাইল যে কোন জায়গা থেকে একসেস করা যাবে ।এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল সিগনেচার ।

দেশ বাসীদের প্ৰতি আত্ম চেতনার একটি দিক ফুটে রয়েছে এই ডিজিটাল ইন্ডিয়ায় । ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে ডিজিটাল হওয়ার জন্য দেশে বসানো হবে হাই স্পিড ইন্টারনেট ব্ৰডব্যান্ড ।ভারতের প্ৰতিটি গ্ৰামে পাওয়া যাবে ইন্টারনেট সুবিধা ।অনুষ্ঠানে নরেন্দ্ৰ মোদী বলেন ডিজিটালা ভারত হবে আরো উন্নত ও আরো গতিশীল ।এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত সকল ব্যক্তি ।

অনুষ্ঠানের সুচনায় ডিজিটাল ইন্ডিয়াকে নিয়ে একটি শর্ট ফ্লিম দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের । তবে অনেকে এর সূদুর প্ৰসারিত নিয়ে মুখ খুলেছেন ।ডিজিটাল হওয়ার পাশা পাশি ডিজিটাল প্ৰাইভেসি নিয়েও অনেকে মতামত জানিয়েছেন ।



EmoticonEmoticon