10 July 2015

নরেন্দ্ৰ মোদীর ডিজিটাল ইন্ডিয়ার সম্মুখে ডিজিটাল রেশন কার্ডে ভুল ,জেলা জুড়ে ডিলারদের হুমকি

নিজস্ব সংবাদতাঃ প্ৰধান মন্ত্ৰীর নরেন্দ্ৰ মোদী ডিজিটাল ইন্ডিয়া গড়া উপলক্ষে যে সময় বার্তা দিলেন ঠিক সেই সময় কোচবিহার জেলার ডিজিটাল রেশন কার্ডে দেখা যাচ্ছে অপর্যাপ্ত ভুল ।ফলে বিপাকে পড়েছেন সমস্ত গ্ৰাহকেরা ।ডিলারদের কাছে মাল থাকলেও তা এই ভুলের কারনে নষ্ট হতে বসেছে ।দেখা যাচ্ছে বেশীর ভাগ রেশন কার্ডে নামের ভুল ,কারো আবার পিতার জায়গায় বসানো হয়েছে স্বামীর নাম ।ফলে সকলে ক্ষুদ্ধ হয়েছেন বিভ্ৰান্তকর এই সব ভুলের জন্য ।ডিজিটাল রেশন কার্ডের জন্য ডিলারদের কাছে মাল থাকলেও তারা গ্ৰাহক কে বিলি করতে পারছে না ।বস্তা বস্তা চাল আঠা গম তাই পড়ে রয়েছে সকল ডিলারদের ঘড়ে ।ফলে আসঙ্খা দেখা দিচ্ছে পড়ে থাকা মাল নিয়ে । কারো আবার দেখা দিয়েছে ডিলারের নাম ভুল ।ফলে বাধ্য হয়ে দুর থেকে ডিলারদের কাছ মাল সংগ্ৰহ করতে হচ্ছে ।শুধু তাই নয় ,সম্পূর্ন মাল নিতে হচ্ছে ভিন্ন ভিন্ন ডিলারের কাছ থেকে ।বিভ্ৰান্তকর এই ভুল অবিলম্বে সংশোধনের জন্য জেলা খাদ্য দপ্তরকে জানিছে অনেকে ।খাদ্য দপ্তর থেকে অবশ্য ইতিবাচক সাড়া এখন মেলেনি ।


EmoticonEmoticon