05 July 2015

কোপা আমেরিকার ফাইনালে চিলি ,শিরপা ব্যার্থতায় আর্জেন্টিনা

নিউজ ডেস্কঃ    দীর্ঘ ২২ বছরের অপেক্ষা দীর্ঘায়িত হল আর্জেন্টিনার ।শনিবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারলো চিলি ।ফলে কোপায় প্ৰথম চাম্পিয়ানশীপ উঠে এল চিলির হাতে ।২০০৪ ও ২০০৭ সালের কোপা ফাইনালে আর্জেন্টিনা স্থান পেলেও ট্ৰফ্ৰি তুলতে পারেনি মেসির দল ।এমনকি গত বিশ্বকাপ ফাইনালে ফাইনাল ম্যাচ থেকে পিছু হেঁটেছিল আর্জেন্টিনা ।ফলে একের পর এক র্ব্যথতায় শ্বাস হারাচ্ছে আর্জেন্টিনার সদস্যরা ।

সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়েমে শনিবার নির্ধারিত ম্যাচ সময়ে গোল করতে পারেনি কোন দল ।ফলে খেলা চলে যায় ট্ৰাইব্ৰেকারে ।দুরন্ত মারিয়া শুরুতেই চোটের কারনে বদলে যায় দলের চেহারা ।অন্য দিকে মেসিকে এদিন দেখা যায়নি ছন্দে ।চিলির দুরন্ত ছন্দে মেসি যেন কোথাও আটকে গিয়েছিল । পেনাল্টি শটে চিলির মাতিয়াস প্ৰথম গোল দেয় আর্জেন্টিনাকে ।আর্জেন্টিনার প্ৰথম শট নেয় মেসি ।ডান দিক দিয়ে নিচু গোলে বল জড়িয়ে পড়ে গোলে ।মেসির দুরন্ত গোলে আর্জেন্টিনা ১-১ দাড়ায় ।দ্বিতীয় শটে আর্জেন্টিনার গোল রক্ষক সেহিও রোমেরো গোল রক্ষা করতে পারেনি ।দ্বিতীয় শটে আর্জেন্টিনার হিগুয়েইন ,বল গোলের বাইরে দিয়ে চলে যায় ।কার্যত ২-১ গোলে পিছিয়ে পরে আর্জেন্টিনা ।চার্লস আরানগিসের তৃতীয় গোলে চিলিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।তৃতীয় শটে আর্জেন্টিনা গোল করতে ব্যর্থ হয় ।খেলা শেষে গোল সংখ্যা দাড়ায় ৪-১ ।
copa america final
copa america final


EmoticonEmoticon