নিউজ ডেস্কঃ ওয়াল স্ট্ৰিট জার্নালে প্ৰকাশিত খবর মতে বেশ অল্প সময়ে মধ্যে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা উর্পাজন করতে পারবে ইউজাররা ।ফলে বিশ্ব বাজারে ইউটিউবের প্ৰতিদন্দি হতে চলেছে ফেসবুক ।ফেসবুকে পোস্ট ও ফটো ছাড়া ভিডিও এর প্ৰতি ফেসবুকে সমভাবে এগনোর জন্য বিজ্ঞাপন ভিত্তিক এই ভিডিও ফিচার আনার চেষ্টা চালাচ্ছে ফেসবুক ।ফেসবুক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞাপন থেকে মোট আয়ের ৪৫ শতাংশ রেখে বাকি টাকা ইউজারকে দেওয়া হবে ।এত দিন এই একই ভাবে ইউটিউব থেকে উর্পাজন করা যেত অর্থ ।কিন্তু ফেসবুক তাদের ভবিষত কে সুনিশ্চিত করতে এই পদক্ষটপ নিচ্ছে বলে জানিয়েছেন অনেকে ।যদিও ফেসবুক ব্যবহারকারির দেওয়ালে ভিডিও এর মাধ্যমে বিজ্ঞাপন অনেক দিন আগেই শুরু করেছিল ফেসবুক ।
Home
break
প্ৰযুক্তি ও বিজ্ঞান
এখন থেকে ফেসবুকে ভিডিও এর মাধ্যেমে উর্পাজন করতে পারবে ব্যবহারকারিরা !!
02 July 2015
এখন থেকে ফেসবুকে ভিডিও এর মাধ্যেমে উর্পাজন করতে পারবে ব্যবহারকারিরা !!

Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon