নিউজ ডেস্কঃ এত দিন পর্যন্ত একই সার্কেলে থাকা নম্বরের মধ্যে পোর্টাবিলিটির শুবিধা থাকলেও ৩ রা জুলাই থেকে শুরু হল জাতীয় পোর্টাবিলিটির শুবিধা ।ফলে এখন শুধু এক সার্কেলে নয় ইচ্ছে করলে গ্ৰাহক ভারত বর্ষে যে কোন জায়গায় নম্বর বদল না করে সিম কানেকশন নিতে পারবে ।এমন কি যে কোন অপারেটরের কাছে সেই সিম কে সংযুক্ত করা যাবে এই জাতীয় পোর্টাবিলিটি সুবিধার মাধ্যমে ।সরকার ৩ রা মে এই সুবিধার কথা ঘোষনা করেছিল জন সমক্ষে ।কিন্তু সেই সময় সিম অপারেটর দের কাছে এই সুবিধা চালু ছিল না ।ফলে ২ মাস সময় নেওয়ার পর ৩ রা জুলাই এই সুবিধা চালুর ঘোষনা করলো সবাই ।এয়ারটেল ,রিলাইন্স ,ভোটাফোন ,আইডিয়া ,বিএসএনএল প্ৰভৃতি সব অপারেটরদের কাছে পাওয়া যাবে এই সুবিধা ।
05 July 2015
শুরু হল জাতীয় পোর্টাবিলিটির সুবিধা ,এক রাষ্ট্ৰ এক নম্বর

Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon