03 July 2015

ফাইনালে মেসির দল ,বিপক্ষে চিলি

নিউজ ডেস্কঃ       প্যারাগুয়েকে কে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা ।বুধবার স্থানিয় সময় ভোরে কোপা আমেরিকার এই খেলায় মেসি একটি গোল না পেলেও অবদান ছিল অপরিসীম ।এই দিনের ছয়টি গোলের চারটি গোলে দেখা যায় মেসির অবদান ।এ পর্যন্ত কোপা আমেরিকায় আর্জেন্টিনা মোট ১০ গোল করেছে ।যার মাত্ৰ একটি গোল করেছেন মেসি ।তবু বাকি গোল গুলিতে মেসির অবদান ছিল পরোক্ষ ভাবে ।


 অন্য দিকে ফাইনালে স্বপ্ন পুরনের আশায় চিলি ।মোট চার বার ফাইনালে উঠলেও জিততে পারেনি চিলি ।তাই এবার আর্জেন্টিনাকে হারিয়ে সেই শিরপা নেওয়ার আশায় চিলি ।বিশ্ব সেরা আর্জেন্টিনা তথা মেসি ,আগুয়েরো ,কার্লোস তোভসের দলকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নিয়ে অনেকটা আশাবাদি চিলি । চিলি ডিফেন্ডার ইউহেনিও মেনা প্ৰতিপক্ষকে ভয় না পেয়ে খেলার কথা বলেছেন ।তারা তাদের প্ৰতিপক্ষ কে ভয় নয় মাঠে খেলার মাধ্যমে তা দেখিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে । আগামিকাল শনিবার অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ।আর্জেন্টিনা বনাম চিলির এই ম্যাচে এখন দেখার কে উঠবে ফাইনালে ।



EmoticonEmoticon